নীলফামারীতে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ আগষ্ট॥ 
ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এসে আদালয়ের রায় কার্যকরের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট প্রমুখ।

বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকরের দাবি জানান।
মানববন্ধন ও সমবেশ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রনালয় বরাবরে স্বারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তা প্রেরনের কথা জানান।
এদিকে অনুরূপ কর্মসুচি এ জেলার অন্যান্য উপজেলায় অনুষ্ঠিত হয়।


পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2811688039983354900

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item