সৈয়দপুরে যুবলীগ কর্মী ছুরিকাঘাত॥ আটক বাবা ছেলে
https://www.obolokon24.com/2017/08/saidpur_29.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ আগস্ট॥
বিরোধের জের ধরে রেজোয়ান (২৬) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ঢেলাপীরস্থ্য উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে। রেজোয়ান আবাসনের আফতাব হোসেনের ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী। এ ঘটনায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ।
সূত্র মতে, আর্থিক লেনদেন নিয়ে রেজোয়ানের সাথে প্রতিবেশী ইকবাল হোসেন (৫৩) ও তার ছেলে সাকিব হোসেনের (২৬) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে রেজোয়ানকে আটকিয়ে ধারালো ছুরি দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং কোমরের নীচে রত্বাত্ব জখম করে।
পরে স্থানীয় লোকজন আহত রেজোয়ানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সৈয়দপুর পৌর কাউন্সিলর শাহিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই ঘটনায় ইকবালের স্ত্রী আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান এ ঘটনার সঙ্গে জড়িত বাবা ইকবাল ও ছেলে সাকিবকে আটক করা হয়েছে।
বিরোধের জের ধরে রেজোয়ান (২৬) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ঢেলাপীরস্থ্য উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে। রেজোয়ান আবাসনের আফতাব হোসেনের ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী। এ ঘটনায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ।
সূত্র মতে, আর্থিক লেনদেন নিয়ে রেজোয়ানের সাথে প্রতিবেশী ইকবাল হোসেন (৫৩) ও তার ছেলে সাকিব হোসেনের (২৬) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে রেজোয়ানকে আটকিয়ে ধারালো ছুরি দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং কোমরের নীচে রত্বাত্ব জখম করে।
পরে স্থানীয় লোকজন আহত রেজোয়ানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সৈয়দপুর পৌর কাউন্সিলর শাহিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই ঘটনায় ইকবালের স্ত্রী আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান এ ঘটনার সঙ্গে জড়িত বাবা ইকবাল ও ছেলে সাকিবকে আটক করা হয়েছে।