সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে পুলিশের ত্রান বিতরন
https://www.obolokon24.com/2017/08/saidpur_28.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ আগস্ট॥
নীলফামারীর সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ্য দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নীলফামারী জেলা পুলিশ। সোমবার বিকেলে সৈয়দপুর শহরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামার পুকুর ইউনিয়নের কামার পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫কেজি চাল, এক কেজি আটা, আধা কেজি মসুর ডাল ও এক কেজি আলু বিতরণ করেন নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলতাফ হোসেন, সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম, ওসি (তদন্ত) তাজউদ্দিন খন্দকার, উপ পরিদর্শক আব্দুল আজিজ, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন স¤পাদক মো. খালিদ আজম প্রমুখ।