পীরগঞ্জের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মামুনুররশিদ মেরাজুল পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইনর ক্যাটাগরীর মেরামত কাজে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ,  চলতি অর্থ বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য রাজস্ব বাজেটের আওতায় “২০১৬-১৭ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয় মেরামত (মাইনর ক্যাটাগরি/২)কার্যক্রমের অধীন ২০ টি বিদ্যালয়ে ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ দেয়া হলেও সে সময় কোন প্রকার কাজ করা হয়নি। অথচ মেরামত কাজ সম্পন্ন হয়েছে মর্মে ব্যয় বিবরনী প্রেরণ করে সমুদয় টাকার বিল উত্তোলন করা হয়।   অপরদিকে বিদ্যালয় মেরামত কাজ ও স্লিপের কাজ করার লক্ষে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে সভাপতি করে এডহক কমিটি গঠন করা হয় এবং কাজ সম্পন্নের পর উত্তোলনকৃত অর্থ চেকের মাধ্যমে প্রদানের  সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে গত জুলাই মাসে বিদ্যালয়গুলোতে যৎসামান্য কাজ করে অর্থ গ্রহণের  প্রক্রীয়া শুরু হয়। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, অনেক বিদ্যালয়ে মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকার কাজ করেই বিল উত্তোলন করা হয়েছে। খেজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া সাড়ে ৩ বান্ডিল ঢেউ টিন ক্রয় ও  বিদ্যালয় গৃহে নামমাত্র রং করেছেন। যাতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মাদারপুর দক্ষিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৃহে রং করে ৪ টি জানালা ১৩ টি দরজা তৈরী করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শুধুমাত্র গৃহে ১০ হতে ১৫ হাজার টাকা ব্যয়ে রং করেছেন। কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শুধুমাত্র গৃহে রং করা হয়েছে। এছাড়া খালিশা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিপুর প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গিরাবাদ প্রাথমিক বিদ্যালয়,খাসতালুক প্রাথমিক বিদ্যালয়, দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জ্যোতিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, শুকানচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০ টি বিদ্যালয়েই অভিন্ন অবস্থা লক্ষ্য করা গেছে। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থের মাত্র সিকি ভাগ কাজ করে বরাদ্দকৃত সমুদয় অর্থ জায়েজ করার অপচেষ্টা চলানো হচ্ছে। এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন-“কাজ না দেখে বিল প্রদান করা হবে না। 

পুরোনো সংবাদ

রংপুর 764611085665672982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item