পাগলাপীরে অর্ধ কোটি টাকা ব্যায়ে নির্মিত ড্রেনের স্লাব ভেঙ্গে বছর না যেতেই এখন পরিত্যাক্ত


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে নির্মানের এক বছর যেতে না যেতেই প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনের বিভিন্ন স্থানে স্লাব ভেঙ্গে যাওয়ায় এখন পরিত্যাক্ত হয়ে পড়ছে ড্রেনটি। এদিকে নব নির্মিত ড্রেনের বিভিন্ন স্থানে স্লাব ভেঙ্গে পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় ব্যবহৃত ময়লা আবর্জনা পানি ড্রেনে আটকা পড়ে ড্রেন উছলিয়ে সেই পানি সড়কে গড়িয়ে পড়ে ছড়াচ্ছেন পঁচা দূর্গন্ধ সেই সাথে সেখানে মশা মাছি সহ নানা রোগ জীবানুর উৎপাদ ব্যপক বৃদ্ধি পাওয়ায় ভারী হয়ে উঠছে পরিবেশ দুষন। এর ফলে সড়কে চলাচল রত শিক্ষার্থী পথচারী বিভিন্ন যানবাহন এবং সড়কের দুধারের নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের পোহতে হচ্ছে চরম দূর্ভোগ। জানাগেছে গত ২০১৫/১৬  অর্থবছরের জুন/জুলাই ১৬ ইং এ রংপুর সড়ক ও জনপথ বিভাগ কতৃপক্ষ পাগলাপীর বন্দরের জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কের দক্ষিন পার্শে উদয়ন ফার্মেসীর সামন হতে মেরী টকিজের পুকুর পর্যন্ত ১ হাজার ফিট পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মান করেন। নির্মিত ড্রেনের প্রথম ধাপ পুকুর পাড় হতে সাজুর খড়ির দোকান পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ উদয়ন ফার্মেসী পর্যন্ত ১ হাজার ফিট অর্ধকোটি টাকা ব্যয়ে পৃথক ২ জন ঠিকাদার নির্মান করেন উক্ত ড্রেনটি। অভিযোগ ড্রেনটি নির্মানের সময় ঠিকাদাররা রংপুর সড়ক ও জনপথ বিভাগের   সংশৃষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগ সাজচ্ছে নিম্œ মানের বালু পাথর খোয়া সিমেন্ট রড সহ নানা উপকরন দিয়ে ড্রেনটি নির্মান করা হয়। অবশ্য সে সময় এলাকবাসী এ্ই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো সুফল পায়নি সংস্লিষ্ট কতৃপক্ষ রংপুর সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে। ফলে ড্রেন নির্মানের কাজ সম্পর্ন না হতে বেশ কয়েকটি স্থানে ড্রেনের স্লাব ভেঙ্গে যায়।এভাবে দিনের পর দিন মাসের পর মাস গড়িয়ে বছর না যেতেই ড্রেনটি এখন পরিত্যাক্ত হয়ে আছে। স্বরজমিনে পাগলাপীর ডালিয়া সড়কের বিভিন্ন ব্যবসায়ী সহ স্থানীয় ভোক্তভোগী জন সাধারনরা ক্ষোভ প্রকাশ করে জানান জনগনের কল্যানে ড্রেনটি অর্ধকোটি টাকা নির্মান করা হলেও সেই ড্রেন এখন জনগনের দুর্ভোগ হয়ে দাড়িয়েছে। ফতে যেই আর সেই সামন্য বৃষ্টি পাতে পানি নিষ্কাশনের অভাবে হাটু পানির শ্রোত বয়ে চলে ডালিয়া সড়কে। ব্যবহৃত আর ময়লা আবর্জনা পানি ড্রেনে আটকা পড়ে সেখানে মশা মাছির উৎপাত সহ নানা রোগ জীবানু ছাড়নোই হুমকির সম্মুখীন হয়ে পড়ছে পরিবেশ। 

পুরোনো সংবাদ

রংপুর 818542544991573850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item