যেখানে ভাল আলোচনা হয়, সেখানে বসা উচিত- পীরগঞ্জে কাজী আবেদ হোসেন

মামুনুররশিদ মেরাজুল রংপুর পীরগঞ্জ থেকে ঃ

যেখানে ভাল কিছুর আলোচনা হয়, সেখানে বসা উচিত। এতে দেশ-জাতি উপকৃত হবে। আর যেখানে খারাপ আলোচনা হয় সেটা ধ্বংসের আলামত। আমাদেরকে অবশ্যই দেশের জন্য ভাল আলোচনা ও পড়াশোনা করা উচিত” প্রবাসী সমাজ কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন মিশুক ওই কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান আলোচক হিসেবে ওই কথা বলে। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট বেলার বেশকিছু বিষয় নিয়ে উপস্থিত জনতার মাঝে স্মৃতিচারন করেন। তিনি আরও বলেন, ভাল অনুষ্ঠানে মানুষকে ডেকে আনতে হয়। পক্ষান্তরে সাপের খেলা, যাত্রা গানের অনুষ্ঠানে উপচে ভীড় লক্ষা করা যায়। এটি কোন ভাল লক্ষন নয়। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করলেই তাকে শ্রদ্ধা করা হবে। তিনি নিজের জন্য কোন কিছু করতে চাইলেই তার জীবন-পরিবারকে সোনায় মোড়াতে পারতেন। কিন্তু বঙ্গবন্ধু নিজের জীবনের চাইতেও দেশের মানুষকে বেশী ভালবেসেছেন। ওই অনুষ্ঠানে ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শানেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি সেলিম সরকার, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ফজলুল হক, রেজাউল করিম ও আখেরুজ্জামান।
অপরদিকে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। সকাল ৬ টায় ইউএনও কমল কুমার ঘোষ এর নেতৃত্বে কর্মকর্তা/কর্মচারিদের একটি দল, পৌর মেয়র ও উপজেলা আ’লীগর সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের নেতৃত্বে উপজেলা আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। দুপুরে আ’লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ বাজার মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলাম। এদিকে উপজলার ১৫ টি ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যাদের  উদ্যাগে পৃথকভাবে অভিন্ন কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ ছাড়া পৃথক ভাবে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ দিবসটি পালন করেন।

পুরোনো সংবাদ

রংপুর 4692431026527701124

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item