রংপুরে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন

এস.কে.মামুন

শতবর্ষ পূর্বে রাশিয়ায় সংঘটিত প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব গোটা দুনিয়াকে চমকে ও বদলে দিয়েছে। কেননা এই রুশ বিপ্লব যুগ যুগ চলে আসা সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের উপর মুষ্টিমেয় শোষক-শাসক-মালিক শ্রেণির শোষণ-বৈষম্য-নিপীড়নের অবসান ঘটায়। নতুন এক মানবিক সভ্যতা নির্মাণ করে। ফলে বিশ্বটা আর আগের মতো রইল না। দেশে দেশে মেহনতি মানুষ আর তাদের দুঃখ-দুর্দশা-দারিদ্র্য-অনাহার-বৈষম্য ও অসম্মানকে নিয়তি বলে মেনে নিতে চাইল না। নতুন মানবিক সমাজের মহৎ স্বপ্ন তাদের মধ্যে সঞ্চারিত হলো। ফলে রুশ বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে। সারা বিশ্বে সমাজতন্ত্রের আন্দোলন বেগবান হয়। পরবর্তীতে  সমাজতন্ত্রের বিপর্যয় ঘটে। কিন্তু তা সত্ত্বেও মুনাফার লালসা-তাড়িত পুঁজিবাদ কোনো ন্যায্য ও মানবিক মানদ-ে সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্বকে পরাভূত করতে পারেনি। তাই সমাজতন্ত্রের আন্দোলন অব্যাহত রয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশেও সমাজতন্ত্রের লক্ষ্যে নানামুখী আন্দোলন জোয়ারÑভাটার মধ্যদিয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিজয় অনিবার্য। কেননা সমাজতন্ত্র ছাড়া কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের আর কোন পথ-বিকল্প নেই। আজ ২ আগস্ট বুধবার বিকেল ৩টায় রংপুর টাউন হলে রুশ বিপ্লবের শতবর্ষে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ একথা বলেন। রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ, রংপুর মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, প্রখ্যাত অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, প্রবীণ জননেতা ও সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, সিপিবি’র কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড শাহাদত হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম হক্কানী, জাসদের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ, রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ডাঃ সৈয়দ মামুনুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহানগর জাসদ নেতা গৌতম রায় এবং ঘোষণাপত্র পাঠ করেন ওয়ার্কার্স পার্টির নেতা মাজিরুল ইসলাম লিটন। মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি নেতা মফিজুর রহমান, গণতন্ত্রী পার্টির নৃপেন্দ্র নাথ রায়, জাসদ নেতা ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, বাসদ নেতা মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3328106208811987672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item