রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অবহিতকরন ,পরিকল্পনা সভা ও অবসরভাতা প্রদান


এস.কে.মামুন

আজ মঙ্গলবার রসিক সভা কক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ রাউন্ড) আগামি ৫ আগষ্ট উপলক্ষে  এক অবহিতকরন ও  পরিকল্পনা সভার আয়োজন করা হয়।  রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদের  সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোজাম্মেল হোসেন, এছাড়া অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আকরাম হোসেন, কাউন্সিলর জহিরুল ইসলাম আজাব্বর, কাউন্সিলর নিজামুল হাসান বাদল,কাউন্সিলর হাফিজ আহম্মেদ ছুট্টু,কাউন্সিলর ফজলে এলাহী ফুলু,রসিকের সচিব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় জানানো হয় রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৫ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির ,৭জন দ্বিতীয় সারির, ৪জন তৃতীয় সারির   সুপার ভাইজার ও ৬৩৪ জন স্বেচ্ছাসেবীর  মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট  ১ লাখ ২৬ হাজার ৫০০ জন  শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে । ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫০০জন  শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭ হাজার জন  শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ।

পরে তিনি সিটি কর্পোরেশনের সভা কক্ষে  ইনার সার্কুলার রোড নির্মাণ,শ্যামাসুন্দরীখাল পুর্ন খনন,খোকসা ঘাঘট নদী পুর্নখনন, গনেশপুর থেকে টার্মিনাল হয়ে মর্ডাণ মোড় হয়ে ঘাঘট নদী পর্যন্ত আরসিসি ড্রেণ নির্মাণ কাজের র্পূনবাসন পরিকল্পনা বিষয়ক এক সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন। সবশেষে তিনি রসিক কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের  অবসরপ্রাপ্ত বিভিন্ন শাখার ১০জন  কর্মচারীকে ৩৮ লাখ টাকা অরসরভাতা  প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)   ।

পুরোনো সংবাদ

রংপুর 7194855274868791019

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item