নীলফামারীতে র্যাবের হাতে দুই প্রতারক আটক
https://www.obolokon24.com/2017/08/rab_21.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ আগষ্ট॥
ভুয়া নিয়োগপত্র দিয়ে দশ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দুই প্রতারককে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের র্যাব সদস্যরা। আজ রবিবার ভোরে তাদের নীলফামারীর সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রাম হতে আটক করে। আটককৃতরা হলো জেলা শহরের নিউ বাবুপাড়া মহল্লার মৃত. হাবিবুর রহমানের ছেলে আব্দুল আউয়াল (৫০) ও জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের কমর উদ্দিনের ছেলে কেবারত আলী (৫০)।
নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি শাহীনুর কবির জানান, আটক প্রতারক দুইজন চাকুরী দেয়ার নামে বিভিন্ন জনের সঙ্গে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছিল। তাদের বিরুদ্ধে জেলার ডোমার থানায় প্রতারনার শিকাররা ১০ লাখ টাকার প্রতারনার অভিযোগ এনে গত ১২ আগষ্ট একটি মামলা দায়ের করে (মামলা নম্বর ১০)। সেই মামলার সুত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যাংক চেক ০৪(চার)টি ও দুইটি ভুয়া নিয়োগ পত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের ডোমার থানায় তুলে দেয়া হয়েছে। ডোমার থানার ওসি মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভুয়া নিয়োগপত্র দিয়ে দশ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দুই প্রতারককে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের র্যাব সদস্যরা। আজ রবিবার ভোরে তাদের নীলফামারীর সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রাম হতে আটক করে। আটককৃতরা হলো জেলা শহরের নিউ বাবুপাড়া মহল্লার মৃত. হাবিবুর রহমানের ছেলে আব্দুল আউয়াল (৫০) ও জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের কমর উদ্দিনের ছেলে কেবারত আলী (৫০)।
নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি শাহীনুর কবির জানান, আটক প্রতারক দুইজন চাকুরী দেয়ার নামে বিভিন্ন জনের সঙ্গে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছিল। তাদের বিরুদ্ধে জেলার ডোমার থানায় প্রতারনার শিকাররা ১০ লাখ টাকার প্রতারনার অভিযোগ এনে গত ১২ আগষ্ট একটি মামলা দায়ের করে (মামলা নম্বর ১০)। সেই মামলার সুত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যাংক চেক ০৪(চার)টি ও দুইটি ভুয়া নিয়োগ পত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের ডোমার থানায় তুলে দেয়া হয়েছে। ডোমার থানার ওসি মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।