দুদকের টেলিফোন হটলাইনে এক সপ্তাহে ৭৫ হাজার কল!

ডেস্ক-
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যে দুর্নীতি বিরোধী হটলাইন খুলেছে তাতে প্রথম এক সপ্তাহেই ফোন করেছেন প্রায় ৭৫ হাজার মানুষ।
কমিশনের একজন কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বিবিসি-কে জানিয়েছেন হটলাইন নম্বর ১০৬ চালু হওয়ার পর থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ এটিতে ফোন করে নানা অভিযোগ করছেন।
তবে তিনি বলেন, বেশিরভাগ মানুষ যেসব অভিযোগ করছেন তা আসলে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারের বাইরে। অনেকে এমনকি তাদের পারিবারিক সমস্যা নিয়েও দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করছেন।
বিবিসির ইথিরাজন আনবারাসানকে দেয়া এক সাক্ষাৎকারে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র প্রণব ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফোন কল এসেছে। নানা ধরণের কল আসছে। যেমন কিছু লোক তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে অভিযোগ করছেন। তবে দুর্নীতি বিষয়ক অভিযোগের সংখ্যা তেমন বেশি নয়। লোকজন দুর্নীতি দমন কমিশন সম্পর্কে জানতে চাইছে। অনেকে কিভাবে অভিযোগ করতে হয় তা জানতে চাইছে।"
দুশোর বেশি অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখছে।
দুর্নীতি দমন কমিশন আশা করছে তাদের চালু করা হটলাইন লোকজনকে ঘুষ দেয়া থেকে বিরত রাখতে সাহায্য করবে।
প্রণব ভট্টাচার্য বলেন, "এটা দুর্নীতি প্রতিরোধে সাহায্য করবে। আমি মনে করি আমরা ভবিষ্যতে খুব ইতিবাচক ফল পাব। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করেছে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে যারা ঘুষ চাইবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।"
উল্লেখ্য দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনালের সূচকে গত বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩ নম্বরে। সূত্র: বিবিসি বাংলা

পুরোনো সংবাদ

প্রধান খবর 4985242217536761205

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item