পঞ্চগড়ে বোদা উপজেলার ভোলাবসুনিয়া কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের অফিস ফাঁকি

মোঃ সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া ফুটকীবাড়ী কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের অফিস ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। অফিসের নির্ধারিত সময়ে ওই সকল কর্মকর্তা কর্মচারীদের কাউকে অফিসে পাওয়া যায় না। রবিবার ৬ আগষ্ট দুপুর ১২.০০ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসের বাইরের ফটকে বড় তালা ঝোলানো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  ক্লিনিকে আসা রোগী জামেলা জানান আমার আসার আধা ঘন্টা হইল কিন্তু কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন মহিলা বলেন, ক্লিনিকে কোন রোগীকে সরকারি কোন ঔষধ দেওয়া হয়না। কিছুক্ষণ আগে মোঃ শাহজাহান আলী (ঈঅঈচ) ক্লিনিকে ঔষধ নেই বলে বাসায় চলে গেলেন। কমিউনিটি ক্লিনিকের প্রতিবেশী বাদশা জানান দুপুর ১২.০০ টার আগেই মোঃ শাহজাহান আলী চলে গেছেন। প্রতিবেশী আছিয়া জানান, শাহজাহান আলী প্রতিদিন অফিসে আসে না। যদি জরুরী রোগী আসে তাহলে আমার বৌমা শাহাজাহান আলীকে ফোন দিলে শাহজাহান আলী অফিসে আসেন। তিনি আরও জানান যে, আমার বৌমা অফিসে আয়ার কাজ করে। ঐ অফিসেরই পারভীন (ঋডঅ) জানান আমি সপ্তাহে তিন দিন ক্লিনিকে যাই। কিন্তু শাহজাহান আলী ক্লিনিকের কোন বিষয়ে আমাকে জানান না। শাহজাহান আলীর বাড়িতে গিয়ে তার সাথে কথা বললে তিনি জানান ক্লিনিকে কোন ঔষধ নাই তাই আমি মোবাইল ফোনে ছুটি নিয়েছি। বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাজিউল করিম রাজু জানান বিষয়টি আমি জানার পর শাহাজাহান আলী (ঈঅঈচ) কে শোকজ করেছি। শোকজের জবাব দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 171648277889831138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item