পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি- টোকড়াভাসা দেবীগঞ্জ সড়কটির বেহাল দশা

সাইদ্জ্জুামান রেজা পঞ্চগড় :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের শুরু থেকে টোকড়াভাসা বাজার পর্যন্ত সড়কটির বেহাল দশা। স্থানীয় সরকার (এলজিইডি) বিভাগের অবহেলায় প্রতিদিন ভোগন্তির শিকার হতে হচ্ছে ঐ এলাকার শত শত মানুষসহ পঞ্চগড়, ভাউলাগঞ্জ, চিলাহাটি আসা যাওয়ার যাত্রীরা। দূঘটায় পরছে ছোট বড় সকল ধরনের যানবাহন। রাস্তাটির মাঝে মাঝে বড় বড় গর্তে পরিনত হয়েছে। চিলাহাটি ইউপির শুরু থেকে টোকড়াভাসা বাজার পর্যন্ত মাঝে দুটি কালভাট। কালভাটের সাথে রাস্তাটির সংযোগস্থলে এপার ওপারে এক থেকে দেড় ফুট দেবে গেছে। রাস্তাটির এমন দূর্দশা দেখে মনে হয় বড় একটা সরু খাল আর বৃষ্টি এলেই মাছ চাষের উপযোগি স্থান। সূত্র মতে জানা যায় ঐ রাস্তার দুই ধারে ৩ ফুট প্রস্থ বাড়ানো সহ রাস্তার কার্পোটিং ও একটি কালভার্ট গত বছর নির্মান করা হয়। ভূক্তভোগী এলাকাবাসীর দাবি এ রাস্তাটির মেরামত করানোর জন্য উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3905670290606830607

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item