পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার জেলা পরিষদ সদস্যের নামে আদালতে মামলা

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় জেলা পরিষদ সদস্যের নামে আদালতে মামলা দায়ের করেছে। জানা যায় একই উপজেলার নিধিগজ গ্রামের জাহেদ আলীর কন্যা রিক্তা আক্তার । মামলার আরজী সূত্রে জানা যায় রিক্তা আক্তারের প্রতিবেশি নজরুল ইসলামের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দন্দ চলে আসছিল রিক্তা আক্তারের পরিবারের। এ বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উভয় পক্ষকে আপোষ মিমাংসা করে দেয়। ঐ আপোষ বৈঠকে উপস্থিত ছিল পাগলীডাঙ্গী গ্রামের জেলা পরিষদ সদস্য আতিয়ার রহমান। আপোষের বিষয় নিয়ে রিক্তা আক্তার গত ৩০/০৬/১৭ইং তারিখে জেলা পরিষদ সদস্য আতিয়ার রহমানের বাড়িতে গেলে  আতিয়ার রহমানের পুত্র রাকিব রিক্তা আক্তারের সাথে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে শিরিন, ছনি, কনি আক্তার, শশী, রতœা এরা সকলে রিক্তা আক্তারকে পাশের একটি সুপারি বাগানে বেঁধে মারপিট করে। খবর পেয়ে সাবেক ইউ.পি সদস্য ও জাহেদ আলী, রিক্তা আক্তারকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে। রিক্তা আক্তার অসুস্থ হয়ে পরলে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। রিক্তা আক্তার সুস্থ হয়ে বিজ্ঞ আমলী আদালত (০৪) একটি মামলা করে। যাহার মামলা নং- সি আর ৪২৬/১৭। এ বিষয়ে রিক্তা আক্তার জানান আতিয়ার রহমান স্থানীয় প্রভাবশালী হওয়ায় আমি স্থানীয় ভাবে সুবিচার পাইনি বাধ্য হয়ে আমি আদালতের আশ্রয় নিয়েছি। জেলা পরিষদ সদস্য আতিয়ার রহমান জানান রিক্তা আক্তারের বাড়ির সীমানা নিয়ে একটা আপোষ মিমাংসা হয়েছিল সে আপোষের ২ হাজার টাকা আমার কাছে জমা ছিল। এই বিষয় নিয়ে রিক্তা আক্তার আমার বাসায় আসলে আমার পুত্র রাকিবের সাথে তর্কাতর্কীর এক পর্যায়ে টানা হেঁচরা হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6486262981095156201

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item