নীলফামারীতে বজ্রপাতে কৃষকের নিহত॥ আহত ৭

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১০ আগষ্ট॥
বজ্রপাতে মানিক হোসেন (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয় ৭ জন। আজ বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে নীলফামারী জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ফকিরগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মানিক  ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও গ্রামবাসীরা জানান,সকালে বৃষ্টির সময় বাড়ির বাহিরে কাজ করছিলমানিক ও তার ছোট ভাই ইসমাইল হোসেন স্বপন(২৫)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মানিক মারা যায় ও তার ছোট ভাই ইসমাইল হোসেন আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  একই সময় পার্শ্ববর্তী চকদুবুলিয়া  গ্রামে আনছার আলীর বাড়ির উঠানে বজ্রপাত ঘটে। এতে ওই পরিবারের ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ওই বাড়ীর গৃহবধু মাজেদা বেগম (৪৫) ও আফরোজা বেগম (২২)  সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদ আলম। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8040632115229074940

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item