নীলফামারীতে তামাক চাষ বন্ধের দাবি
https://www.obolokon24.com/2017/08/nilphamari_62.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ আগস্ট॥
বন্যা কবলিত নীলফামারী জেলায় তামাক চাষ বন্ধের দাবি জানিয়েছে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দাবি জানানো হয়।
তাবিনাজের জেলা সভাপতি শাকিলা আকতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ২৭টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে। আমন বীজতলা তলিয়ে আমন আবাদের ব্যপক ক্ষতি হয়েছে, এতে দেশে খাদ্য ঘাটতির আশংকা দেখা দিয়েছে।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে নীলফামারী জেলাসহ পার্শ¦বর্তি জেলাসমুহে তামাক চাষের বীজতলা করে ব্যাপকভাবে তামাক চাষ করা হয়। সরকারি হিসেবে রংপুর বিভাগে তামাক চাষের আওতায় জমির পরিমান কমপক্ষে ২০ হাজার হেক্টর। অথচ ওই জমিতে খাদ্য ফসল চাষ করা সম্ভব।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আমন ধান এবং আগামী রবি মৌসুমের ফসল ঠিক মতো পেতে হলে সকল আবাদী জমিতে তামাক চাষ বর্জণ করে খাদ্য শস্য উৎপাদন করতে হবে। তাবিনাজের পক্ষে বন্যাকবলিত জেলা সমুহে তামাক চাষ না করার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে কৃষকদের খাদ্য ফসল উৎপাদনের প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য কৃষি মন্ত্রনালয়ের কাছে আহবান জানানো হয়। #
বন্যা কবলিত নীলফামারী জেলায় তামাক চাষ বন্ধের দাবি জানিয়েছে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দাবি জানানো হয়।
তাবিনাজের জেলা সভাপতি শাকিলা আকতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ২৭টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে। আমন বীজতলা তলিয়ে আমন আবাদের ব্যপক ক্ষতি হয়েছে, এতে দেশে খাদ্য ঘাটতির আশংকা দেখা দিয়েছে।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে নীলফামারী জেলাসহ পার্শ¦বর্তি জেলাসমুহে তামাক চাষের বীজতলা করে ব্যাপকভাবে তামাক চাষ করা হয়। সরকারি হিসেবে রংপুর বিভাগে তামাক চাষের আওতায় জমির পরিমান কমপক্ষে ২০ হাজার হেক্টর। অথচ ওই জমিতে খাদ্য ফসল চাষ করা সম্ভব।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আমন ধান এবং আগামী রবি মৌসুমের ফসল ঠিক মতো পেতে হলে সকল আবাদী জমিতে তামাক চাষ বর্জণ করে খাদ্য শস্য উৎপাদন করতে হবে। তাবিনাজের পক্ষে বন্যাকবলিত জেলা সমুহে তামাক চাষ না করার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে কৃষকদের খাদ্য ফসল উৎপাদনের প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য কৃষি মন্ত্রনালয়ের কাছে আহবান জানানো হয়। #