নীলফামারীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মামলা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ আগস্ট॥
বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে জেলা সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বালাপাড়া গ্রামে। এ ঘটনায় গতকাল বুধবার (২৩ আগষ্ট) রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
মেয়েটির চাচা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে নদীর ধারে মেয়েটি গেলে সেখান থেকে নিয়ে গিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের দেলজার রহমানের ছেলে সফিকুল ইসলাম (২৮)। পরে স্থানীয়রা দেখতে পেলে পালিয়ে যায় ধর্ষক। তাৎক্ষনিকভাবে মেয়েটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি বাবুল আখতার জানান, এ ঘটনায় রাতেই নীলফামারী থানায় এজাহার দেন মেয়েটির মা। ধর্ষণকারী হিসেবে সফিকুল এবং সহায়তাকারী হিসেবে টুপামারী ইউনিয়নের জেলাপাড়ার বাবুল হোসেনের ছেলে মোস্তাকিমকে (২০) আসামী করে মামলা করেছেন মেয়েটির মা। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3855176834786316806

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item