নীলফামারীতে বৃক্ষ মেলার উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ আগষ্ট॥
“বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। জেলা প্রশাসনের সহযোগীতায় সামাজিক বনবিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে নীলফামারী বড়মাঠে আয়োজিত ওই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্। এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম।
অনুষ্ঠানে জেলায় নিজস্ব জমিতে সফল ফলচাষে সাতজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মালটাচাষী রিয়াসত করিম, ড্রাগন ফল চাষে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, পেপে চাষে কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি গ্রামের হামিদুর রহমান, পেয়ারা চাষে জেলা সদরের চাপড়া গ্রামের আব্দুস ছালাম, লিচু চাষে জেলা সদরের জুলফিকার আলী ভুট্টু, আম চাষে ডিমলা উপজেলার পচার হাট গ্রামের নূর ইসলাম।
এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা গাছ বিতরন করেন মন্ত্রী।
জেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম জানান, সাত দিনব্যাপী অনুষ্ঠিত ওই মেলা সমাপ্ত হবে ১৭ আগস্ট। মেলায় বিভিন্ন জাতের বৃক্ষের চারার ৪৮টি স্টলে নার্সারী মালিকরা অংশগ্রহন করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 399479239865943275

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item