জলঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন
https://www.obolokon24.com/2017/08/jaldhaka_32.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জাতীর
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করেন
স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদ
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ উপলক্ষে রবিবার বিকেলে জলঢাকা
ট্রাফিকমোড়ে ম্যুরাল উন্মোচন পরবর্তী এক আলোচনা সভা উপজেলা নির্বাহী
অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়।জেলা পরিষদের বাস্তবায়নে এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান , জেলা পরিষদ সচিব সামছুল আজম , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক জলসমাচার পত্রিকার সম্পাদক রেজাউদ্দৌলা বাবু। জেলা পরিষদের ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ম্যুরাল নির্মান হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। তিনি আরো জানান আগামীকাল ২১ আগস্ট সোমবার জলঢাকায় আধুনিক কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান কাজের উদ্বোধন করা হবে ।