জলঢাকায় বন্যার্তদের মাঝে ধানের চারা বিতরণ
https://www.obolokon24.com/2017/08/jaldhaka_31.html
নীলফামারীর জলঢাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। জলঢাকার বিন্যাকুড়িতে বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা তুলে দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। জলঢাকা ও কিশোরগঞ্জের ১২০ জন কৃষককে জনপ্রতি এক বিঘা জমির জন্য এ চারা বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার এনামুল হক, জলঢাকা উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ, শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ, বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ। প্রধান অতিথি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে চারাসহ অন্যান্য উপকরণ প্রদান করে কৃষকদের পাশে দাড়িয়েছে। কৃষক বান্ধব সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন সময়ে ভর্তুকি, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে কৃষি উন্নয়নে সচেষ্ট রয়েছে। কৃষি পূনর্বাসন কার্যক্রম গ্রহন করার জন্য তিনি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসদ্বয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।