জলঢাকায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত
https://www.obolokon24.com/2017/08/jaldhaka_23.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল
তৈরীর লক্ষে নীলফামারীর জলঢাকায় শিক্ষকদের নিয়ে ১০ দিনব্যাপী কম্পিউটার
প্রশিক্ষন সমাপ্ত হয়। বুধবার সকালে প্রশিক্ষনে অংশগ্রহণকারী সকল শিক্ষককে
একটি ছাতা প্রদান করে প্রশিক্ষনের সমাপ্তী ঘোষনা করেন উপজেলা নির্বাহী
অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসময়
উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা প্রকৌশলী
হারুন-অর- রশীদ, অধ্যক্ষ আবেদ আলী, সাংবাদিক মর্তুজা ইসলাম, আবেদ আলী,
প্রশিক্ষক জামিউল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপি'র মানব
সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ১০ ব্যাচে ৮০ জন শিক্ষক এই প্রশিক্ষনে
অংশগ্রহণ করে। উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অনু্ষ্ঠিত এই
প্রশিক্ষনে প্রতিব্যাচে ৮জন করে শিক্ষক অংশ নেয়। প্রশিক্ষন গ্রহন করে
শিক্ষক মাধব চন্দ্র রায় ও ফয়সাল হোসেন শাহ বলেন এই প্রশিক্ষনে আমরা অনেক
কিছু শিখেছি, যদি আরো ১০ দিন শিখতে পারতাম তাহলে আরো বেশি বেশি শিখতে
পারতাম। এরকম প্রশিক্ষন আয়োজন করার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষকগন।