জলঢাকায় তিস্তার চরাঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
https://www.obolokon24.com/2017/08/jaldhaka_22.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় তিস্তার
তীরবর্তী বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নিউ লাইফ
চার্চ বাংলাদেশ। সম্প্রতি টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা
পাহাড়ি ঢল এবং ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত
হওয়ায় পানি বন্দী হয়ে পড়ে উপজেলার সবকটি ইউনিয়নের অধিকাংশ পরিবার। এর
মধ্যে তিস্তা পাড়ের পরিবার গুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। তাদের
ফসলি জমি ও ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায় পানিতে।
ভেসে গেছে মৎস্য চাষের পুকুর। আবার অনেক এলাকায় ভেঙ্গে গেছে নদীর গ্রাম
রক্ষা বাধ। যেন, অতীতের রেকর্ড ভঙ্গ করেছে এই বন্যা। তাই এসব বন্যাদুর্গত
পরিবারদের মাঝে সরকারি ও বেসরকারি ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম
অব্যাহত থাকলেও এখনো অনেকেরই ভাগ্যে জোটেনি কোন ত্রাণ / অনুদান। এরই
ধারাবাহিকতায় মঙ্গলবার দিনভর নৌকা যোগে উপজেলার শৌলমারী ইউনিয়নের হারাগাছ
বান পাড়ার ১২৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি লবন ও ১
লিটার তেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নিউ লাইফ চার্চ বাংলাদেশের
গাজীপুর পাস্টোর তাজ উদ্দিন, জলঢাকার পাস্টর মাইকেল মোশারফ নরেন্দ্র নাথ
রায়, মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র ও সাংবাদিক হাসানুর কাবির মেহেদী প্রমুখ।