বেসরকারি সংস্থা শতফুল ফুটতে দাও এর জাতীয় শোক দিবস পালন।

মর্তুজা ইসলাম, জলঢাকা নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শতফুল ফুটতে দাও। সংস্থার বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল - কালো ব্যাচ ধারন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও শোক র‍্যালী। শতফুল ফুটতে দাও সংস্হার প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের নেতৃত্বে শোকর‍্যালীতে অংশগ্রহণ করে অনাথ আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা  পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল , প্রভাষক সাখাওয়াত হোসেন , শতফুলের সাধারন সম্পাদক তরুন সমাজ সেবক - আব্দুল মালেক , সাংগঠনিক সম্পাদক আবুল হোসাইন , অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ,সদস্য মামুন অর রশিদ, মাহাবুবার রহমান,মেহেদী, নাজিরা সুলতানা , শেফালী  আক্তার, জান্নাত মেওয়া,সাদিয়া,কালাম সরকার ও তুহিন প্রমুখ ।
সংস্থাটি জলঢাকায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও  শিশু নির্যাতন বন্ধে কাজ করছে । এছাড়াও  বয়স্ক শিক্ষা, পরিবার পরিকল্পনা, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।

পুরোনো সংবাদ

আয়োজন-উদযাপন 20523888577425176

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item