সুন্দরগঞ্জে বালু উত্তোলণ গর্তে পড়ে শিশুর মৃত্যু

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলণ গর্তে পড়ে রিপন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
    জানা গেছে, গত ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ছাপড়াহাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মোফাজ্জালের ছেলে শাহীন ওরফে বাবু একই ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের আলহাজ্ব আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে আংগুর মিয়ার জমিতে অবৈধ বালু উত্তোলণ করে বিক্রি করে আসছিল। গত সোমাবার সন্ধ্যায় খামার পাঁচগাছী গ্রামের মনোয়ারুলের শিশু ছেলে রিপন (৫) খেলতে গেলে বালু উত্তোলণ গর্তে পড়ে মৃত্যু বরণ করে। এব্যাপারে ছাপড়হাটী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আব্দুল আউয়াল বাদী হয়ে ওই ২ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফন করার অনুমতি প্রদান করেন। ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সাথে কথা হলে তিনি জানান অবৈধ বালু উত্তোলণ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে । থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত শিশুর পিতার অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 5495974530389575732

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item