সুন্দরগঞ্জে ২শ' পিচ ইয়াবাসহ আটক-২
https://www.obolokon24.com/2017/08/gaibandha_78.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ২শ' পিচ ইয়াবাসহ মিল্টন মিয়া (২৫) ও রঞ্জু মিয়া (২৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ (গাইবান্ধা)- ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, শনিবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে সংশ্লিষ্ট আইনে থানায় র্যাব'র দ্বায়ের করা মামলায় আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ। এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করেন র্যাব। আটককৃত মিল্টন উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব ছাপড়হাটী গ্রামের মোতালেব মিয়ার পুত্র, রঞ্জু মিয়া দক্ষিণ মরুয়াদহ গ্রামের খলিলুর রহমানের পুত্র বলে। র্যাব ক্যাম্পের এএসপি- হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।