সুন্দরগঞ্জে দুর্ধর্ষ নৌ-ডাকাতি: গুলিবিদ্ধ-৪
https://www.obolokon24.com/2017/08/gaibandha_22.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার নামক স্থান থেকে ২৫টি গরু নিয়ে গেছে দুর্ধর্ষ নৌ-ডাকাত দল। এসময় পিতা-পুত্রসহ ৮ জন ডাকাত দলের ছুঁড়া গুলিবিদ্ধ হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে তিস্তা নদীর উক্ত চরে ২টি নৌকাযোগে আক্রমণ চালিয়ে ডাকাত দল এলোপাতারীভাবে গুলি ছুঁড়তে থাকে। এরপর ২৫টি গরু নিয়ে চলে যায়। এ ঘটনায় চরের ফটিক ম-লের পুত্র আজাহার আলী (৫০), তাঁর পুত্র বিষা ম-ল (২৮), রহম আলী (৩৮) ও তাঁর পিতা হাতেম আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি গেছেন বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান- জালাল উদ্দিন সরকার জানান।
থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার নামক স্থান থেকে ২৫টি গরু নিয়ে গেছে দুর্ধর্ষ নৌ-ডাকাত দল। এসময় পিতা-পুত্রসহ ৮ জন ডাকাত দলের ছুঁড়া গুলিবিদ্ধ হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে তিস্তা নদীর উক্ত চরে ২টি নৌকাযোগে আক্রমণ চালিয়ে ডাকাত দল এলোপাতারীভাবে গুলি ছুঁড়তে থাকে। এরপর ২৫টি গরু নিয়ে চলে যায়। এ ঘটনায় চরের ফটিক ম-লের পুত্র আজাহার আলী (৫০), তাঁর পুত্র বিষা ম-ল (২৮), রহম আলী (৩৮) ও তাঁর পিতা হাতেম আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি গেছেন বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান- জালাল উদ্দিন সরকার জানান।
থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।