রংপুরের পুত্র বধু অবশ্যই এ অঞ্চলে গ্যাস আনবেন- ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধনে এরশাদ

এস.কে.মামুন

রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই রংপুরের উন্নয়নে এ অঞ্চলে গ্যাস আনবেন। গ্যাস রংপুর অঞ্চলে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহন করেছে। রংপুরের অবশ্যই গ্যাস আসবে জানিয়ে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন পোল ছিলো না বিধায় গ্যাসের ব্যবস্থা করা সম্ভব হয় নাই। আওয়ামীলীগ সরকার গঠনের পর সিরাজগঞ্জ পর্যন্ত গ্যাসের ব্যবস্থা করেছে পরবর্তিতে বিএনপি ক্ষমতায় এসে তারেক জিয়া বগুড়া পর্যন্ত গ্যাসের ব্যবস্থা করেছে। ফলে রংপুরে গ্যাস আসা সম্ভব হয় নাই। ইউনিয়ন ব্যাংক রংপুর শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,  রংপুরের উন্নয়নে বাধা। সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। রংপুরের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে রংপুরের মানুষ অলস না, তারা কাজ করে জীবনের উন্নয়ন ঘটাতে পারবে। তিনি ইউনিয়ন ব্যাংক রংপুরের মানুষের পরিবারের ব্যাংক উল্লেখ করে বলেন, আমি নিজ হাতে উদ্বোধন করলাম, সবাই মিলে রংপুরের উন্নয়নের পাশাপাশি এই ব্যাংকের সমৃদ্ধিতে সহযোগিতা করার আহবান জানান। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ছালেহ, সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব ডাঃ আক্কাছ আলী সরকার, রংপুর চেম্বারের সাবেক পেসিডেন্ট আবুল কাশেম, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ। এতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াছীর, উইমেন চেম্বারের পরিচালক জাকিয়া আহসানসহ রংপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে ফিতা কেটে ইউনিয়ন ব্যাংক রংপুর শাখার উদ্বোধন করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 1300994410372987497

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item