রংপুরের পীরগঞ্জে ৩ ইউপিতে প্রার্থী চেয়ারম্যান-১৪, সংরক্ষিত-৩৭ ও সদস্য পদে- ১২৩ জন

মামুনুররশিদ মেরাজুল 

: রংপুরের পীরগঞ্জে ৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৪ জন সংরক্ষিত মহিলা আসনে ৩৭ ও সাধারণ সদস্য ১২৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভোট গ্রহণ আগামী ২০ আগষ্ট রবিবার। সংশ্লিষ্ট রিটানিং অফিসার আহসান হাবিবের তথ্য সূত্রে জানা যায় গত ২৪ জুলাই মনোনয়ন পত্র জমা গ্রহণ ২৬ জুলাই বাছাই ২ আগষ্ট মনোনয়ন প্রত্যাহার এবং ৩রা আগষ্ট প্রতিক বন্ঠন শেষে বিপুল উৎসাহ উদ্দিপনায় নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার নির্বাচনি প্রতিক বন্ঠন শেষে বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের সভাপত্বিত্বে প্রতিদন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আহসান হাবিব, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাহতাব উদ্দিন বক্তব্য রাখেন মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, ওসি তদন্ত হারুন-আর রশিদ। এছাড়াও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিদন্দ্বী প্রার্থীগণ প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশ করার জন্য জোর দাবী জানান। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item