ঈদের কাজে ব্যস্ত সময় পার করছে মডেল রুবিনা আলমগীর
https://www.obolokon24.com/2017/08/eid-ul-azha_28.html
মর্তুজা ইসলাম,বিনোদন ডেস্কঃ
এ প্রজন্মের মডেল রুবিনা আলমগীর ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার
করছে । আসন্ন ঈদুল আযহা উপলক্ষে
বিভিন্ন বেনটের ড্রেস হাউস, পত্রিকার ফটোস্যুট, তিনটি মিউজিক ভিডিও, যায়যায় দিন পত্রিকার কাভারেজ , বিজয় টিভিতে ৭ দিনের নাচের অনুষ্ঠান ও ৪টি গানে ৪ দিন নৃত্যে পরিবেশন করবেন রুবিনা আলমগীর । এছাড়াও ৪টি গানে নাচ করছেন তিনি। রুবিনা আলমগীরের সাথে কথা হলে তিনি বলেন, আমি কাজের মধ্য থাকতে চাই, ভালো কাজ করে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এরই মধ্য কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠন থেকে সন্মাননা পদকে ভুষিত হয়েছেন।
বিভিন্ন বেনটের ড্রেস হাউস, পত্রিকার ফটোস্যুট, তিনটি মিউজিক ভিডিও, যায়যায় দিন পত্রিকার কাভারেজ , বিজয় টিভিতে ৭ দিনের নাচের অনুষ্ঠান ও ৪টি গানে ৪ দিন নৃত্যে পরিবেশন করবেন রুবিনা আলমগীর । এছাড়াও ৪টি গানে নাচ করছেন তিনি। রুবিনা আলমগীরের সাথে কথা হলে তিনি বলেন, আমি কাজের মধ্য থাকতে চাই, ভালো কাজ করে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এরই মধ্য কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠন থেকে সন্মাননা পদকে ভুষিত হয়েছেন।