ডোমারের জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
https://www.obolokon24.com/2017/08/domar_28.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ আগস্ট॥
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য।
আজ সোমবার বিকেলে জেলা শহরের মিডিয়া হাউসে ওই সংবাদ সমমেলন অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক বরাবরে চেয়ারম্যান আবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
ইউনিয়নের দুই নম্বর ওয়াডের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে লিখত বক্তব্য পাঠ করেন চার নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য (১,২,৩ নম্বর ওয়ার্ড) রুনা আক্তার লায়লা, রিনা আফরোজ (৪,৫,৬ নম্বর ওয়ার্ড), আব্দুল জলিল ( এক নম্বর ওয়ার্ড), আব্দুল আজিজ (ছয় নম্বর), আব্দুল হাই (সাত নম্বর) জহিরুল ইসলাম (আট নম্বর) আজিজুল ইসলাম (নয় নম্বর)।
সংবাদ সমম্মেলনে জানানো হয়, বন্যায় এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্ট মেরামতে সদস্যদের নামে ভুয়া রেজুলেশনের মাধ্যমে প্রকল্প দাখিল করেছেন ইউপি চেয়ারম্যান। এরপর গত ৮ জুলাই ওই প্রকল্পের দুই লঅক টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ২০১৬- ২০১৭ অর্থবছরের চিলাহাটি সাব-রেজিস্টি অফিস থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের প্রায় এক লাখ টাকা অবৈধ প্রক্রিয়ার উত্তোলন, একই বছরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের বরাদ্দের কাবিটা প্রকল্পের বরাদ্দ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ওই অর্থবছরে এডিবি প্রকল্পের বরাদ্দের টাকা নিজ স্বার্থে ব্যবহার করেছেন। পাশাপাশি গত মৌসুমে খাদ্যগুদামে কৃষকদের গত সরবরাহের সিল্প কৃষকদের হাতে না দিয়ে নিজের লোক দিয়ে ২৫ মেট্রিকটন গত সরবরাহে করে ব্যবসা করেছেন।
সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রুনা আক্তার লায়লা অভিযোগ করেন বলেন,‘চেয়ারম্যান নারী সদস্যদের মূল্যায়ন করে না, সকল সদস্যকে ফাঁকি দিয়ে তাঁদের নাম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আমরা ডিসি স্যার বরাবরে অভিযোগ দিলাম। ব্রবস্থা না হলে অনাস্থা প্রস্তাব আনবো।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল হাসান বলেন,‘অভিযোগ ভিত্তিহীন, স্বার্থে আঘাত লাগার কারণে এমন অভিযোগ করছেন তাঁরা। এছাড়া তাঁরা আমার কাছে টাকা দাবি করেছেন।