ডোমারে বানভাষী দলিত জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দলিত জনগোষ্ঠীর মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ জয় ভীম ছাত্র যুব ফেডারেশন (দলিত হরিজন অধিকার আন্দোলন) আয়োজিত। নারী নত্রী তৌহিদা জ্যোতির সহযোগীতায় উপজেলার বড়রাউতা জলদাস পাড়া, বোড়াগাড়ী মটুকপুর রবিদাস পাড়া, আন্ধারু মোড় ্ঋষিদাস পাড়ায় মোট ৫০টি পরিবারের মাঝে প্রায় ২ শতাধীক মানুষের মাঝে চিড়া, মুড়ি, বিস্কুট ও ঔষধ বিতরন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলে পাড়া নারী উন্নয়ন কল্যান সমিতির সভানেত্রী অঞ্জলী রানীর সভাপতিত্বে সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির ডোমার উপজেলা শাখার আহবায়ক তৌহিদা জ্যোতি, বাংলাদেশ জয় ভীম ছাত্র যুব ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাওন ভৌমিক, সার্পে’র কমিউনিটি অর্গানাইজার মোজাফ্ফর আলী, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সংগঠক সাগরিকা রানী রায়, বাতাসু হাজেরা, স্বপন কুমার হাজেরা, শুশিলা রানী রায় প্রমূখ বক্তব্য রাখেন। তাদের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 3619976608221579578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item