দিনাজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

আব্দুস সাত্তার, দিনাজপুর ॥
দিনাজপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্ম বার্ষিকী পালন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা।আন্তরিক সহযোগিতা ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতির জনক-বঙ্গবন্ধু” হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতেন না। তাঁর ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু জনতার নেতা আমাদের আদর্শ হিসেবে জাতির দিক-নির্দেশনা দিয়েছেন। বাঙ্গালীর মুক্তির জন্য জীবন বাজি রেখে কাজ করে গেছেন। তাই আমাদের স্বাধীনতা স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা অর্জনে ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী। জাতীয় কবির ভাষায়, “পৃথিবীর যা কিছু মহান-চির কল্যানকর, অর্ধেক তার আনিয়াছে নারী-অর্ধেক তার নর” যথার্থ এ পক্তির বাস্তব প্রমাণ হচ্ছে- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি দেখিয়ে গেছেন সন্তানদের কিভাবে আগলে রেখে স্বামীকে দেশ-মাতৃকার জন্য উৎসর্গ করা যায়। তাই আমাদেরকে তার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের সাজাতে হবে। আজকের শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়তে হবে এবং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ৮ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর মহারাজা স্কুল মিলনায়তনে এক শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম। মহারাজা স্কুল পরিচালক পর্ষদের সভাপতি শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নাগরিক উদ্যোগ দিনাজপুর’র সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিনিয়র সাধারণ সম্পাদক ও মুখপাত্র মনিরুজ্জামান জুয়েল, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাঈফুদ্দীন আখতার, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার তথ্য সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন- মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম এবং । পরে সেখানে উপস্থিত শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শেষে বঙ্গমাতাসহ ১৫ আগষ্টের নারকীয় হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ ১৫ আগষ্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।




পুরোনো সংবাদ

দিনাজপুর 5022816032430373672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item