সুন্দরগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা
https://www.obolokon24.com/2017/08/dinajpur_25.html
গাইবান্ধার সুন্দরগঞ্জে মিরীফা খাতুন নামে এক শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মণিরাম গ্রামের আলহাজ্ব মোজাম্মেল হকের মেয়ে মিরীফার শয়ন ঘরের বারান্দার পাশের লিচুর গাছে ঝুলন্ত লাশ দেখতে পানপরিবারবর্গ। সে ফলগাছা শিশু নিকেতনের শিক্ষিকা ও মাষ্টাসের শেষ বষের ছাত্রী ছিল। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বলেন, মিরীফা লিচুর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জহুরুল হক বলেন, সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিরীফার বাবা থানায় একটি ইউডি মামলা করেছেন।