দিনাজপুরে বিজিবি মহাপরিচালকের ত্রাণ বিতরণ ও বন্যা পরিদর্শন
https://www.obolokon24.com/2017/08/dinajpur_17.html
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংগঠন দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের পুনর্ভবা নদীর পশ্চিমতীরের বাঁধে আশ্রয় গ্রহণকারী সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন ও বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন পিএসসি এনডিসি। তিনি ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি করে চিড়া, বিশুদ্ধ পানি এবং নগদ অর্থ বিতরণ করেন। বন্যার্ত অসহায় মানুষের পাশে থেকে বিজিবি পুনর্বাসনসহ সকল কার্যক্রমে অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবে সব সময় সতর্ক ও সচেষ্ট রয়েছি। ত্রাণ কার্যক্রম বিতরণকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিজিবির পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ খায়রুল বাসার, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম সাইফ, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের রাজবাটী এবং সদর উপজেলার সৈয়দপুর সিকদারহাটে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সদর উপজেলার ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজের আশ্রয় কেন্দ্রের বানভাসী মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দিনাজপুর শহরের বালুবাড়ীতে চাঁদেরহাট সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শতাধিক আশ্রয় কেন্দ্রে বৃহস্পতিবার খাদ্য বিতরণ করা হয়।
বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংগঠন দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের পুনর্ভবা নদীর পশ্চিমতীরের বাঁধে আশ্রয় গ্রহণকারী সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন ও বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন পিএসসি এনডিসি। তিনি ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি করে চিড়া, বিশুদ্ধ পানি এবং নগদ অর্থ বিতরণ করেন। বন্যার্ত অসহায় মানুষের পাশে থেকে বিজিবি পুনর্বাসনসহ সকল কার্যক্রমে অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবে সব সময় সতর্ক ও সচেষ্ট রয়েছি। ত্রাণ কার্যক্রম বিতরণকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিজিবির পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ খায়রুল বাসার, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম সাইফ, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের রাজবাটী এবং সদর উপজেলার সৈয়দপুর সিকদারহাটে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সদর উপজেলার ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজের আশ্রয় কেন্দ্রের বানভাসী মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দিনাজপুর শহরের বালুবাড়ীতে চাঁদেরহাট সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শতাধিক আশ্রয় কেন্দ্রে বৃহস্পতিবার খাদ্য বিতরণ করা হয়।