পঞ্চগড়ে হাঁসের খামারে পাতানো বৈদ্যুতিক ফাঁদে জীবন গেল ভ্যান চালকের

মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে হাঁসের খামারে শেয়ালের জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে পড়ে খবির উদ্দিন (৪২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক ওই এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। স্থানীয়রা জানায়, সকালে খবির উদ্দিন ওই এলাকার ফারুক হোসেনের হাঁসের খামারের পাশে থাকা নিজের রোপা আমন ধান ক্ষেত দেখতে যান। ফেরার পথে ফারুকের বাড়িতে প্রবেশ করতে গেলে দরজায় শেয়ালের জন্য পাতানো বৈদ্যুতিক তার দিয়ে তৈরি ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে, অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করায় ওই খামারের মালিকের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা।স্থানীয় কিছু মানুষ বিষয় টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়। গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন হাঁসের খামারে পাতানো বিদ্যুতের ফাঁদে পড়ে ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6041922011508589356

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item