নীলফামারীতে নদীতে ভেসে বৃদ্ধের মৃত্যু
https://www.obolokon24.com/2017/08/death-at-river.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ আগস্ট॥
নদীর পানিতে ভেসে গিয়ে মোখছার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের চারালকাটা নদীতে ওই বৃদ্ধ নিহত হয়।
নিহত মোখছার আলী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের লতিফচাপড়া বাড়াইপাড়া গ্রামের মৃত ভরসা মাহমুদের ছেলে।
সদর উপজেলার চাপড়া সরমজানী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, সকাল ১০টার দিকে বৃদ্ধ কৃষক মোখছার আলী জমির ফসল দেখতে গিয়ে পানি পড়ে চারালকাটা নদীতে ভেসে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিলোমিটার অদুর হতে ওই বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করা হয়।
সদর থানা ওসি বাবুল আকতার নদীতে ডুবে দুই কৃষক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নদীর পানিতে ভেসে গিয়ে মোখছার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের চারালকাটা নদীতে ওই বৃদ্ধ নিহত হয়।
নিহত মোখছার আলী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের লতিফচাপড়া বাড়াইপাড়া গ্রামের মৃত ভরসা মাহমুদের ছেলে।
সদর উপজেলার চাপড়া সরমজানী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, সকাল ১০টার দিকে বৃদ্ধ কৃষক মোখছার আলী জমির ফসল দেখতে গিয়ে পানি পড়ে চারালকাটা নদীতে ভেসে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিলোমিটার অদুর হতে ওই বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করা হয়।
সদর থানা ওসি বাবুল আকতার নদীতে ডুবে দুই কৃষক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।