চিলাহাটীতে ছাগল চোর নুরু আটক!! ৪ টি ছাগল উদ্ধার।

এ,আই, পলাশ চিলাহাটি নীলফামারী প্রতিনিধি:
ডোমারের চিলাহাটীতে  অভিনব কায়দায় ছাগল চুরি করতে গিয়ে নুরু চোর আটক!! ৪টি ছাগল উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী খানকা শরীফ পূর্ব পাড়া গ্রামে। মামলা সুত্রে যানাযায়, উক্ত গ্রামের আলমের ছেলে নুরুল ইসলাম@ নুরু (২৬) ও মোফাজ্জল হোসেন গুড্ডির ছেলে সহিদ (২৫) দীর্ঘ দিন যাবত রিং স্লাপের ব্যবসার ফাঁকে দিনে দুপুরে রাস্তার পার্শ্বে বাধাঁ মানুষের হৃস্টো পিস্টো ছাগল দেখলে মটর সাইকেলে নিয়ে উধাও হয় এবং এলাকার বিভিন্ন হাট বাজারে তা বিক্রি করে। গত ১৯ আগস্ট  তারা মটর সাইকেল যোগে ৩টি চোরাই ছাগল সহ জনতার হাতে ধরা পরে পার্শ¦বর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার  তিস্তার হাট খাকেরা বাড়ী এলাকায়। গণধোলাই দিয়ে বেঁধে রেখে তাদের বাড়ির লোককে খবর দিলে, স্থানীয় চার ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে পুর্বের চারটি ছাগল চুরির জরিমানা বাবদ ২০ হাজার টাকা দাবি করে। স্থানীয় ব্যক্তিদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নুরু চোরের ব্যবহার কৃত মটর সাইকেলটি জমা রেখে দেয়। গত ২০ আগস্ট জরিমানার টাকা পরিশোধের জন্য নুরু ও সহিদ মিলে আবারো চুরিকৃত ৪ টি ছাগল নিয়ে বিক্রয়ের প্রস্তুতিকালে এলাকাবাসীর আটক করে। পরে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন তাদের ঘটনা স্থল থেকে আটক করে। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই কৃত মালামাল নিজ হেফাজতে রাখার দায়ে ডোমার থানার মামলা নং-১৬, তারিখ-২১/০৮/১৭ দায়ের করে জেল হাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, তারা দুজন মিলে অভিনব কায়দায় দির্ঘদিন ধরে চুরি সহ নানা অপকর্মের সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

আইন-অপরাধ 1391819770369023368

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item