কিশোরগঞ্জে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এএসআই ক্লোজ

মোঃ শামীম হোসেন কিশোরগজ্ঞ, (নীলফামারী) সংবাদদাতা-

এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের সময় এলাকাবাসীর হাতে আটক নীলফামারীর কিশোরীগঞ্জ থানার দারোগা এ,এস,আই হিরো কামালকে  রবিবার সকালে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এলাকাবাসী জানায় কিশোরীগঞ্জ থানার এ,এস,আই হিরো কামাল  শনিবার (২৬ আগষ্ট) রাতে সাদা পোষাকে যদুমণি গ্রামে এক নারীর ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। এসময় ঘরে কোনো আলো না থাকায় এলাকাবাসী ঘরের দরজা খুলতে বলে। দীর্ঘ সময় পর ওই নারী দরজা খুললে এলাকাবাসী ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা দারোগা হিরো কামালকে খাটের নিচ হতে বের করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানার ওসি সহ পুলিশ সদস্য ও এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদের হস্তক্ষেপে তাকে থানায় নেয়া হয়। বিষয়টি অবগত হবার পর পুলিশ সুপার নির্দেশে  রবিবার সকালে ওই দারোগাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের যদুমণি গ্রামের বাসিন্দা ডালিম, আব্দুল হালিম, শফিকুল ইসলাম, এনামুল হক সহ অনেকেই জানান অন্ধকার ঘরের ভেতর অনৈতিক কাজের সময় দারোগা হিরো কামালকে আটক করা হয়।
কিশোরীগঞ্জ থানার ওসি বজলুল রশিদ জানান, ওই মেয়েটির পঞ্চগড়ে বিয়ে হয়েছে। তার স্বামীর গ্রামের বাড়ির পাশে এই দারোগার বাড়ি হওয়ায় তারা পূর্ব-পরিচিত। মেয়েটির বাবার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়ার সময় সহয়তা করেছিল এই দারোগা। মেয়েটি তার বাবার বাড়িতে বেড়াতে এসে তার ডাকেই দারোগা সেখানে গিয়েছিল। এলাকাবাসীর অভিযোগ ওই মেয়েটির সঙ্গে দারোগার অনৈতিক সর্ম্পক। সে এলাকাবাসীর কাছে আটক হওয়ায় নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেনের খানের নির্দেশে ওই দারোগাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 394716890633270540

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item