পাগলাপীরে নাইট কোচ ও ট্রলির মুখোমুখী সংঘর্ষে আহত ২৫
https://www.obolokon24.com/2017/08/accident.html
হাবিবুর রহমান সেলিম ,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে যাত্রীবাহী নাইট কোচ ও গাছের গোলাই ভর্তি ট্রলির মুখোমুখী সংঘর্ষে দুটি পরিবহনের চালক সহ ২৫ যাত্রী গুরুতর জখম এবং নাইট কোচের সামনের গ্লাস বডি ভেঙ্গে চুরমার হয়েছে। গতসোমবার রাত্রী ১০ টায় ডালিয়া সড়কের পাগলাপীরের মেরী টকিজ সংলগ্ন গোকুলপুর কাশেম উকিলের বাড়ির সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী যুবনেতা মিথুন সহ স্থানীয়রা জানান দূর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো ব-১৪-১১৪০ নম্বরের উল্লাস নামে যাত্রীবাহী নাইট কোচটি জলঢাকা হতে ঢাকা যাওয়ার পথে উক্ত স্থানে সামনের চাকা পাম্পচার হয়। চালক গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে পাগলাপীর হতে গঞ্জিপুর গামী গাছের গোলাই ভর্তি ট্রলির সঙ্গে মুখোমূখী সংঘর্ষ হয়। দূর্ঘটনায় স্থানীয়রা ট্রলির ড্রাইভার কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং বাকি আহতদের পাগলাপীর বন্দরের বিভিন্ন ডাক্তার খানায় তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
রংপুরের পাগলাপীরে যাত্রীবাহী নাইট কোচ ও গাছের গোলাই ভর্তি ট্রলির মুখোমুখী সংঘর্ষে দুটি পরিবহনের চালক সহ ২৫ যাত্রী গুরুতর জখম এবং নাইট কোচের সামনের গ্লাস বডি ভেঙ্গে চুরমার হয়েছে। গতসোমবার রাত্রী ১০ টায় ডালিয়া সড়কের পাগলাপীরের মেরী টকিজ সংলগ্ন গোকুলপুর কাশেম উকিলের বাড়ির সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী যুবনেতা মিথুন সহ স্থানীয়রা জানান দূর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো ব-১৪-১১৪০ নম্বরের উল্লাস নামে যাত্রীবাহী নাইট কোচটি জলঢাকা হতে ঢাকা যাওয়ার পথে উক্ত স্থানে সামনের চাকা পাম্পচার হয়। চালক গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে পাগলাপীর হতে গঞ্জিপুর গামী গাছের গোলাই ভর্তি ট্রলির সঙ্গে মুখোমূখী সংঘর্ষ হয়। দূর্ঘটনায় স্থানীয়রা ট্রলির ড্রাইভার কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং বাকি আহতদের পাগলাপীর বন্দরের বিভিন্ন ডাক্তার খানায় তাদের চিকিৎসা সেবা প্রদান করেন।