পঞ্চগড় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
https://www.obolokon24.com/2017/08/accident-panchagar.html
পঞ্চগড়ের বাসের ধাক্কায় রবিউল ইসলাম রবি (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই মোটরসাইকেল আরোহী।সোমবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত রবিউল পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। আহতরা হলেন জেলা শহরের পুরাতন সিনেমাহল এলাকার নুর মোহাম্মদের ছেলে লিটু (৩০) এবং ইসলামবাগ এলাকার স্বাধীন ইসলামের ছেলে সানজিত (৩০)। স্থানীয়রা জানায়, দুপুরে রবিউল বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় তারা ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি মালভর্তি ট্রাককে ক্রস করার সময় পেছন দিক থেকে ঠাকুগাঁওগামী একটি বিআরটিসি বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রবিউল, লিটু ও সানজিতকে। পরে ওই তিন মোটরসাইকেল আরোহীকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।