ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে আ.লীগ ২, বিএনপি’র ২ প্রার্থী জয়ী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি।
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকলৈ ও হরিপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ২ ও বিএনপির ২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। 


বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে বিএনপি প্রার্থী মাহবুব আলম, একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নে  বিএনপির প্রার্থী জমিরুল ইসলাম, একই উপজেলার বাচোর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জীতেন্দ্র নাথ রায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পাভেল তালুকদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। 

ফলাফলে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মাহবুব আলম। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৮২ ভোট। তাঁর নিকটতম আওয়ামী লীগের প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৪ হাজার ৪৩৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫৬৫ জন। ভোট বাতিল হয়েছে ১৭৮ টি। 

একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নে ৬ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী জমিরুল ইসলাম। তাঁর নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আব্দুল বারী পেয়েছেন ৫ হাজার ১৩৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবু সুলতান পেয়েছেন ২ হাজার ৭৬২ ভোট। এ ্ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৯৭৯ জন। ভোট বাতিল হয়েছে ২০৬ টি। 

একই উপজেলার বাচোর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জীতেন্দ্র নাথ রায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৮৪০ ভোট। তাঁর নিকটতম বিএনপির প্রার্থী ফেরদৌস আলম মানিক পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আক্তারুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) আবু জাহেদ পেয়েছে ৩ হাজার ৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (আনারষ মার্কা) জতিষ চন্দ্র রায় পেয়েছেন ১৩২ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ১৮ জন। ভোট বাতিল হয়েছে ২৪৬ টি। 

অপরদিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পাভেল তালুকদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট। তাঁর নিকটতম বিএনপির প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৬২ ভোট। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাণীশংকৈল উপজেলার ৩টি ইউনিয়ন ও হরিপুর উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টার দিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। 

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, এই ভোটের মাধ্যমে জেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচন 9110205725943513392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item