ঠাকুরগাঁওয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসকাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পূর্বের জায়গায় এসে শেষ হয়। এরপর প্রেসকাবের আনিসুল হক মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়।

ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ৩০ বিজিবি’র পরিচালক লে. কের্ণল মো: খাদেমুল বাশার, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমান । এছাড়াও বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আখতার হোসেন রাজা, করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এনটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু।

বক্তারা বলেন, এনটিভি সব শ্রেনীর মানুষের কাছে সমান ভাবে জনপ্রিয়। এনটিভি নিরপেতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সম হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও আ.লীগ, বিএনপি, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1789503109609276172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item