ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধে আগামী ৫ই আগষ্ট সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৪০০টি টিকাদান কেন্দ্র এবং অতিরিক্ত ৯২টি টিকাদান কেন্দ্রে মাধ্যমে মোট ২ লক্ষ ১ হাজার ১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় জানানো হয়, জেলায় ২ লক্ষ ১ হাজার ১ জনের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৬১৩ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৩৮৮ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির সুপারভাইজার মিলে মোট জেলায় ৪ হাজার ৩৭৭ জন কর্মী এ ক্যাম্পেইন সফল করতে কাজ করবেন। সদর হাসপাতালের সাবিলেন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডাঃ সাজ্জাদ হায়দার শাহিনের সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মূল তথ্য উপস্থাপন করেন সার্ভিলেন মেডিক্যাল অফিসার শামিম আহমেদ। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা তারিকুল ইসলাম, ডাঃ শাজাহান নেওয়াজ (শিশু বিশেষ্ণ), ডাঃ নাদিরুল আজিজ জেলা (বি.এম.এ সেক্রেটারী), ডাঃ মিরাজুল ইসলাম (জেলা সাধারণ সম্পাদক সাকিব), জেলা স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান সাবু, শিশু কর্মকর্তা জাবেদ আলী, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও পুলিশ কর্মকর্তা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জেন ডাঃ আবু মো: খয়রুল কবির। এ সময় সার্ভিলেন মেডিক্যাল অফিসার শামিম আহমেদ ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্রিয়া ও পাশর্^ প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা করেন।  

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1731645969408010954

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item