জোরপূর্বক বৈদ্যুতিক খুটি স্থাপনের অভিযোগ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁ প্রতিনিধি।
 ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও বক্সের হাট গার্লস্ স্কুলের পাকা রাস্তার পাশের্^ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জোর পূর্বক ভাবে ভয়ভীতি ও লুকাটুহু দেখিয়ে ৫০হাজার টাকা দেওয়ার লোভে রাতে খুটি স্থাপন করেন। সরজমিনে গিয়ে দেখা যায়, জমির মালিক আব্দুস সালামের জমিতে খুটি স্থাপন করেছে ও সেই খুটিতে কোন লোহার এঙ্গেল নাই, আছে কাঠের  এঙ্গেল যাহা মেইন সড়কে থাকায়  অনেক ঝুকিপূর্ণ, যে কোন মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে । এমনটাই আশংখা প্রকাশ করেন, এলাবাসীর স্থানীয় হোটেল মালিক মতিয়র রহমান, সফিরউদ্দীন ও পাশের দোকানদার মোঃ দেলোয়ার হোসেন। এ ব্যাপারে আব্দুস সালাম ১১ মার্চ ২০১৭ ইং তারিখে ঠাকুরগাঁও পল্লী বিদু্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে উক্ত বিদ্যুতের খুটির কাজ স্থগিত করার জন্য অভিযোগ দাখিল করেন। প্রতিবেদক পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না  তিনি জানান, সরজমিনে ব্যাপারটি খতিয়ে দেখা হবে। কিন্তু আব্দুস সালামের অভিযোগের কোন পদক্ষেপ না লওয়াই আমি আমার জমিতে  মার্কেট ও কারখানার কাজ করার উদ্যোগ ভেস্তে গেছে। তাই আমি খুটিটি সরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1247714108519026063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item