দু-চাকায় তেঁতুলিয়া টু টেকনাফ

তরিকুল ইসলাম-

চট্টগ্রামপটিয়া থেকে আগত
CTG SOUTH RIDERS (CSR) কমিউনিটি নামের একটি ছাত্র দল   গত ২৯ জুন/১৭ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দু-চাকার বাংলাদেশ(ক্রসকান্ট্রি)-কমিউনিটি দলটির স্লোগান হচ্ছে, “পৃথিবী সবুজ থাক, পরিবেশ রক্ষা পাক, সবুজের মাঝে অবিরাম-অবিরত দু’চাকা চলতে থাক”। ছাত্র দল টির মধ্যে মুহাম্মদ রায়হান গোছবাড়িয়া সরকারি কলেজ, মিনহাজুল আবেদিন মিনহাজ, মরগনিয়া এম.এস কলেজ ও খালেদ সাইফুল্লাহ আল জামিয়া ইসলামীয়া কলেজের ছাত্র সহ প্রমূখ স্বপ্নের শহর তেঁতুলিয়ায় আগমন করেন।
CTG SOUTH RIDERS (CSR) কমিউনিটি ভ্রমন দলটি জানান, আমরা একসঙ্গে ৮জন ছাত্র ২৮ জুন/১৭ চট্টগ্রামপ টিয়া থেকে গাড়ী যোগে বাংলাবান্ধা স্থল বন্দওে সকালে পৌছিলে এই দু’চাকার সাইকেলের ওশনপুর নামের শিশুপার্ক, তেঁতুলিয়া পিকনিক স্পট ডাকবাংলো ও বিভিন্ন চায়ের বাগান ঘুরে দেখেছি অনেক ভাল লাগছে। অতঃপর আজ আমরা তেঁতুলিয়া বাংলাবান্ধা থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি।দলটি আরো জানান, আমরা ১০দিন নাগাত অর্থাৎ ২৯ জুন- ০৮ জুলাই/১৭ টেকনাফে যাওয়ার স্থির করেছি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8931833252807671479

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item