সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের নথিপত্র বিষয়ক উন্মুক্ত তথ্য মেলা

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদে নথিপত্র বিষয়ক উন্মুক্ত তথ্য মেলা অনুষ্ঠিত  হয়েছে। আজ (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের সহযোগিতায় ওই মেলার আয়োজন করা হয়। সকালে  উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুরের ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী মেলা শুভ উদ্বোধন করেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রখেন সংশ্লিষ্ট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আফজাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরন্নবী, সুধীজন মো. ফিরোজ উদ্দিন ফেরাজ, সিটিজেন ফোরাম সদস্য আবু সায়েম, মাদ্রাসা শিক্ষক মো. আহাদ আলী প্রমূখ।
 এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের যাত্রা প্রকল্পে প্রতিনিধি মো. আয়নুল হক, রিপন মন্ডল এবং আয়শা আকতার।
 মেলায় ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কেয়ার বাংলাদেশ এর যাত্রা প্রকল্পের ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের  বিভিন্ন তথ্য সম্বলিত স্টল স্থান পায়। এতে কাশিরাম বেরপুকুর ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারন মানুষের সমাগম হয়। মেলায় আগত অনেক সাধারণ নাগরিক মন্তব্য করেন এমন ধরনের তথ্য মেলা আমরা এর আগে আর কখনো ইউনিয়ন পরিষদের দেখি নেই। এই মেলার ফলে আমরা সাধারণ নাগরিকরা ইউনিয়ন পরিষদের সকল তথ্য জানতে পারছি। অপরদিকে, ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যগনদের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে স্বচছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে জনগন তাদের মতামত প্রকাশ করতে পারছেন অন্য দিকে ইউনিয়ন পরিষদ জনগনের কাছে জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ইউনিয়নের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে বলে মেলায় আগত ইউনিয়নের মানুষ মন্তব্য করেন।।
প্রসঙ্গত,বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্প ইউনিয়ন পরিষদের কাজের স্বচছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহন বাড়ানোর জন্য ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা, ওপেন বাজেট সভা, ইউনিয়ন পরিষদের সকল তথ্য লোক সংগীতের মাধ্যমে জনগনের কাছে পৌঁছানো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7617999966448301015

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item