সৈয়দপুরে তিন দিনব্যাপী উপজেলা ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:



 সৈয়দপুরে তিন দিনব্যাপী উপজেলা ফলদ বৃক্ষ মেলা - ২০১৭ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই মেলার আয়োজন করেছে।সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
 মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  আহমেদ মাহবুব-উল-ইসলাম।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোছা, হোমায়রা মন্ডল হিমু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আযম. দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, সাংবাদিক এম আর আলম ঝন্টু, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের আদর্শ কৃষক  মো. রুহুল আমিন মন্ডল, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ইমরান সর্দার ও এনজিও শার্প’র প্রতিনিধি দীপঙ্কর রায় প্রমূখ।
 এর আগে ফলদ বৃক্ষ মেলার ওপর প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত কৃষি অফিসার মোছা. শাহিনা বেগম। 
ফলদ বৃক্ষ মেলার ওপর স্ব-রচিত একটি কবিতা পাঠ করে  উপজেলা কৃষি বিভাগে উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মকবুল হোসেন।
আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস।
 মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
 মেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের চারার ২০টি স্টল বসেছে। গতকাল মেলার প্রথম দিনেই বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। 
আগামী ২৬ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী উপজেলা ফলদ মেলার পরিসমাপ্তি ঘটবে।   

পুরোনো সংবাদ

নীলফামারী 2566512195230236142

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item