সৈয়দপুরের ব্যবসায়ী হাজী মোস্তাকের বড় ছেলের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মোস্তাক আহমেদের বড় ছেলে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ আর নেই।গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি মা, স্ত্রী, ভাইবোন , এক মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন,শুভাঙখাকী,বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মৃতের পারিবারিক সূত্র জানায়, ব্যবসা সংক্রান্ত বিচারাধীন একটি মামলায় প্রায় ৭ মাস ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। গত শুক্ররার তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় দিকে মানা যান তিনি। শনিবার  সকল আইনী প্রক্রিয়া শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আগামীকাল রবিবার তাঁর জানাজা নামাজের পর তাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবাকি সূত্রে জানা গেছে। মরহুম হাজী মোস্তাক আহমেদের ছেলে ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4137174077738725073

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item