সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০১৭ শুরু হয়েছে। আজ (বুধবার) সকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে উল্লিখিত কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে “মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
]
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল- ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
 শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপা রাণী বিশ্বাস।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আযম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সফল মৎস্য চাষী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম চাতু, কামারপুকুর ইউনিয়নের মৎস্যজীবী দলের প্রতিনিধি শ্রী তুলশী চন্দ্র দাস ও বোতলাগাড়ী ইউনিয়নের মৎস্যজীবী দলের প্রতিনিধি কেশব চন্দ্র দাস প্রমূখ।
গোটা আলোচনা সভাটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. আব্দুল কাদের।
 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করে।
আজ (বৃহস্পতিবার) জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে রয়েছে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। 


পুরোনো সংবাদ

নীলফামারী 2632696259604885883

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item