রসিক মেয়র ঝন্টুর ওপর হামলা, যুবক আটক

এস.কে.মামুন


রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর ওপর হামলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে মেয়রের নগরীর গুপ্তপাড়া বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। হামলাকারি যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মেয়র, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ  আসরের নামাজের পর মেয়র তার বাস ভবনের সামনে একটি সাজঘর ফার্নিচারের দোকানে কয়েকজনের সাথে কথা বলছিলো। এ সময় নগরীর গলাকাটা মোড় এলাকার সাদ্দাম (২৫) নামে এক যুবক কোন কিছু বুঝে ওঠার আগেই মেয়রের ওপর চড়াও হয়। যুবকটি মেয়রের দেহের ওপর পা তুলে দিয়ে তাকে শারীরিকভাবে তাকে হেনস্থা করে। ঘটনার সাথে সাথেই এলাকাবাসি যুবককে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ছেলেটি আমার কাছে এসে বলে 'আমার মা অসুস্থ তাকে দেখতে এখনই আপনাকে হাসপাতালে যেতে হবে।' ছেলেটির কথায় আমি বলি আজ শরীরটা ভালো নেই কাল সকালে তোর মাকে দেখতে যাবো। এই কথা বলার সাথে সাথে ছেলেটি আমার বুকের ওপর পা তুলে দিয়ে আমাকে শারীরিকভাবে হেনেস্থা করে। এ ঘটনায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। কি কারণে আমার সাথে ছেলেটি এ ধরনের আচরণ করলো তা বুঝতে পারছিনা। এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানান। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সাদ্দাম নামে ছেলেটির হাতে পাথর ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি মেয়রের ওপর হামলা চালায়। কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক যুবক থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 3021680970436967763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item