অল্প সময়ের মধ্যেই তিস্তা নদী ভাঙ্গন সমস্যার সমাধান হবে... প্রতিমন্ত্রী রাঙ্গা।


সফিয়ার রহমান কাজল,গংগাচড়া(রংপুর)প্রতিনিধি-
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এম.পি বলেছেন অল্প সময়ের মধ্যে তিস্তা নদী ভাঙ্গন সমস্যার সমাধান হবে। বর্তমান সরকারের আন্তরিকতায় তিস্তা নদী শাসনের জন্য ১২৬ কোটি টাকা বরাদ্দের কাজ শুরু হয়েছে। এ কাজ বাস্তবায়ন হলে তিস্তার ভাঙ্গন অনেকাংশে কমে আসবে। এছাড়াও চরাঞ্চলের বাসিন্দারা যাতে সুন্দরভাবে যাতায়ত করতে পারে এ জন্য চরাঞ্চলের রাস্তা-ঘাটেরও উন্নয়ন করা হচ্ছে। তিনি গতকাল রবিবার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের তিস্তা নদী ভাঙ্গনের হুমকির মুখে থাকা চর শংকরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীটারী ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলে। এ সময় মন্ত্রী তিস্তা ভাঙ্গনের কবল থেকে এ বিদ্যালয়টিকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভূমি কর্মকর্তা ইশরাত জাহান সুমী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সামসুল আলম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী, উপজেলা প্রকল্প বাস্তয়বায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘুটু সহ স্থানীয় জাপা নেতৃবৃন্দ। পরে মন্ত্রী উপজেলার মর্ণেয়া, গঙ্গাচড়া সদর, গজঘন্টা, কোলকোন্দ, আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


পুরোনো সংবাদ

রংপুর 4520743028790950595

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item